ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ জয়ই এখন মূল লক্ষ্য: তাসকিন

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪৯ এএম
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলের তারকা পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, তাদের সামনে ভয় পাওয়ার কিছু নেই। সাম্প্রতিক সিরিজ জয়ের ধারাবাহিকতা দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়েছে বলেও জানান তিনি।

একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাসকিন বলেন, ‘আমার, দলের সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া-এটাই মূল লক্ষ্য। আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না, জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছি। আল্লাহর রহমতে সর্বশেষ তিনটি সিরিজে আমরা জয় পেয়েছি, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’

বাংলাদেশের গ্রুপে এশিয়া কাপের ম্যাচগুলোতে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠতে হলে অন্তত দুটো প্রতিপক্ষকে হারাতে হবে।

তাসকিন আরও বলেন,‘টি-টোয়েন্টি খেলা অনেক অনিশ্চয়তাপূর্ণ। ছোট দলও অনেক সময় বড় দলকে হারাতে পারে। তবে আমাদের ভয়ের কিছু নেই। অতীতে আমরা ফাইনাল খেলেছি, এবার চ্যাম্পিয়ন হওয়াই বাকি ইনশাআল্লাহ।’

এশিয়া কাপের আগে বাংলাদেশ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ধারাবাহিক জয় পেয়েছে। এই ধারাবাহিকতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে তাসকিন মনে করছেন।