ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪৯ পিএম
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসর শুরুর ঠিক আগে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই শক্তিশালী দল গঠন করা হয়েছে।

এশিয়ার এই সেরা টি-টোয়েন্টি একাদশে ৬ নম্বর পজিশনের জন্য নির্বাচিত হয়েছেন সাকিব। স্পিন বিভাগে তার সঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান।

একাদশে সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে। ব্যাটিং লাইনআপে রয়েছেন বিরাট কোহলি (৩ নম্বর) এবং ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (৪ নম্বর)।

দলের অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি খেলবেন ৫ নম্বর পজিশনে। পেস আক্রমণে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহও এই দলে জায়গা পেয়েছেন।

পাকিস্তান থেকে আফ্রিদির পাশাপাশি পেসার উমর গুল রয়েছেন একাদশে। শ্রীলঙ্কা থেকে মোট তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

দলের ওপেনিংয়ে থাকছেন কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তাদের সঙ্গে পেস বিভাগে রয়েছেন গতি তারকা লাসিথ মালিঙ্গা।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ

সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।