এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে হলে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতেই হবে টাইগারেদের।
টুর্নামেন্টের শুরু থেকেই গ্রুপ ‘বি’কে বলা হচ্ছিল 'গ্রুপ অব ডেথ'। এরই মধ্যে সেই অনুমান সত্যি প্রমাণ করে দিয়েছে দলগুলো। দুই ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে হারের পর বাংলাদেশের সামনে এখন 'ডু অর ডাই' পরিস্থিতি।
অন্যদিকে, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে।
এশিয়া কাপের এই আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় টাইগারদের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে গেছে।
অন্যদিকে, আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে হংকং-এর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ায় দারুণ আত্মবিশ্বাসী।
আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে বড় বাধা হতে পারে। বিশেষ করে রশিদ খান এবং মুজিব উর রহমানের স্পিন জুটি বাংলাদেশের মিডল অর্ডারকে চাপে ফেলতে পারে।
তবে, বাংলাদেশের ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে অভিজ্ঞ ব্যাটসম্যানরা যদি জ্বলে ওঠেন, তবে আফগানিস্তানের বিরুদ্ধে ভালো কিছু করা সম্ভব।
অপরদিকে, গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতে জিতে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। এ ছাড়া দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান।
একটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের খাতা খুলতে পারেনি ওমান ও সংযুক্ত আরব আমিরাত। কোনো অঘটন না ঘটলে ভারতের পাশাপাশি সুপার ফোরে যেতে পারে পাকিস্তান।