ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ভারত দলে ফিরলেন কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৩:৪৬ পিএম
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বড় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মার জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তরুণ ব্যাটার শুভমান গিলকে। তার সহকারী হিসেবে থাকবেন শ্রেয়াস আইয়ার।

অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মধ্য দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। 

দুজনের সর্বশেষ খেলেছিলেন গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

শনিবার আহমেদাবাদে ভারতের স্কোয়াড ঘোষণার দিনই নির্বাচক কমিটি (প্রধান অজিত আগরকার) ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে পরিবর্তন আনে।

চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ১৫ জনের দলে পাঁচটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহকে। 

তাদের জায়গায় ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।

তবে বুমরাহ থাকছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি দলে। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এ দলে একমাত্র পরিবর্তন হলো পান্ডিয়ার পরিবর্তে রেড্ডির অন্তর্ভুক্তি। 

এছাড়া ওয়াশিংটন সুন্দরকে যুক্ত করায় টি–টোয়েন্টি দলে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৬।

ভারতের ওয়ানডে দল (অস্ট্রেলিয়া সফর)

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ–অধিনায়ক), অক্ষর প্যাটেল, কে.এল. রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল।

ভারতের টি–টোয়েন্টি দল (অস্ট্রেলিয়া সফর)

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ–অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।