ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির বাধা ফেরিয়ে নির্ধারিত সময়ের পর মাঠে গড়ালে টস। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়কলরা উলভার্টড। ফলে আগে ব্যাট করতে নামছে স্বাগতিক ভারত।
এ পর্যন্ত নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের ধারা ধরে রেখেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসী দলটি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের শিকার হলেও পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাজমিন ব্রিটসের দুর্দান্ত সেঞ্চুরি (১০১) ও সুনে লুসের অপরাজিত ৮৩ রানে ভর করে ছয় উইকেটে জয় পায় প্রোটিয়ারা।
দুই দলই আজ জয়ের ধারা ধরে রাখতে মরিয়া। ভারত চাইবে টানা তৃতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগোতে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য জয়ে ফেরার ধারাবাহিকতা বজায় রাখা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন