নারী ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে হাসিনি পেরেরার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
আজ সোমবার (২০ অক্টোবর) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এ দিন টস হেরে বোলিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল।
লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করে দলীয় অধিনায়ক চামারি আতাপাত্তু ও ভিশ্মি গুনারত্নে। এ দিন ব্যাট হাতে প্রথম বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইীনংসের প্রথম বলেই বাংলাদেশি পেসার মারুফার বলে উইকেট হারিয়ে বসে আতাপাত্তুর দল।
শূন্য রানে উইকেট হারিয়ে দারুণভাবে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা পেরেরাকে সাথে নিয়ে আতাপাত্তু পাওয়ার প্লেতে তুলে নেয় ৬৪ রান।
পাওযার প্লে শেষ হওয়ার পর টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। স্কোরবোর্ডে যখন শ্রীলঙ্কার রান ১০০, তখনই সাজঘরে ফেরে ৪ লঙ্কান ব্যাটার।
এই চাপ থেকে দলকে ব্যাট হাতে টেনে নিয়ে যান হাসিনি পেরেরা। নিলাক্ষিকা সিলভাকে সাথে নিয়ে গড়ে তুলেন ৭৪ রানের জুটি।
দলীয় ১৭৪ রানের মাথায় ব্যাক্তিগত ৩৮ বলে ৩৭ রান করে সাজঘরের পথ ধরেন নিলাক্ষিকা সিলভা। সিলভা আউট হলেও একপাশ আগলে রেখে দলকে টেনে নিয়ে যাচ্ছেন পেরেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৭৮ রান। ক্রিজে ৯৪ বলে ৮৩ রানে ব্যাট করছে পেরেরা এবং ৫ বলে ২ রানে খেলছেন আনুষ্কা সঞ্জীবনী।
বাংলাদেশের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন