ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:৫৫ এএম
রুবাবা দৌলা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি পাঠানো হয়েছে।

রুবাবা দৌলার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।

দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় এনএসসি মনোনীত দুই কাউন্সিলরের মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পর এনএসসি তাকে মনোনয়ন দিলেও, তার আওয়ামী লীগের পদে থাকা এবং ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণের কারণে সমালোচনা ওঠে।

আজ এনএসসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন। তার জায়গায় রুবাবা দৌলাকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।

তবে রুবাবা দৌলা যেই বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেল-এর উচ্চপর্যায়ের পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি। একই সময়ে তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

রুবাবা ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তার সময়ে গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩–২০১১) এবং ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আজ (সোমবার) বিসিবি পরিচালনা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে। ধারণা করা হচ্ছে, রুবাবা দৌলা সভায় অংশ নিতে পারেন।

এনএসসি থেকে রুবাবা দৌলা ছাড়াও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক-কে অন্য কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।