বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররা যখন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ 'এ' দল।
তবে যাত্রা শুরুর আগেই ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার— ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
বিসিবি সূত্রে জানা গেছে, এই তিন ক্রিকেটার আগামীকাল (বৃহস্পতিবার) কাতারের উদ্দেশে রওনা হতে পারবেন।
দীর্ঘদিন ধরে 'এ' দলের খেলা হয়ে আসা ইমার্জিং এশিয়া কাপের নাম পরিবর্তন করে এবার করা হয়েছে 'এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ'। লিস্ট 'এ' স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টটি আজ (বুধবার) থেকে শুরু হলেও মূল খেলা মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। কাতারের দোহায় ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
এবারের আসরও ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে। তবে একটি ব্যতিক্রমী দিক হলো, বাংলাদেশসহ ৫টি দেশের 'এ' দল অংশ নিলেও, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং তাদের জাতীয় দল নিয়েই খেলবে।
বাংলাদেশ 'এ' দল স্কোয়াড
আকবর আলী (ক্যাপ্টেন), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


