ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে দুপুর ২টায়। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক।

এর আগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। আজকের ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ নিজেদের করে নিবে।

এদিকে, চট্টগ্রামে এই ম্যাচটি আরও একটি কারণে ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে বিপিএল আছে, তবে আজকের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বাংলাদেশ দল যাবে বিশ্বকাপে। অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের।

আজকের খেলায় দু-দলের একাদশ

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার/অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাইফ হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম,মুস্তাফিজুর রহমান

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্পার, জর্জ ডাকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডেয়ার, ম্যাথিউ হাম্প্রিস, ক্রেগ ইয়ং, বেনজামিন হোয়াইট।