ফরাসি ক্লাব পিএসজিতে সাত মৌসুম কাটানোর পর গত গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজি ছাড়লেও ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপ্পের। চুক্তি অনুযায়ী তার অর্থ প্যারিস দেয়নি বলে অভিযোগ করেছেন এমবাপ্পে। এমনকি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি।
প্যারিসের একটি আদালতে এমবাপ্পের অভিযোগের শুনানি চলছে। এমবাপ্পের আইনজীবীরা জানিয়েছেন, এখনো তিনি প্যারিসের ক্লাবের কাছে টাকা পান। তাদের দাবি, এমবাপ্পে প্যারিসে প্রথম বার সাইন করার পর যে ৩৬.৬ মিলিয়ন ইউরো পেতেন তা এখনো দেয়নি ক্লাব।
এ ছাড়া গত বছর এপ্রিল, মে ও জুন এই তিন মাসের বেতন বাবদ ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ইউরো (প্রতি মাসে ৫৭ লাখ ৫০ হাজার ইউরো) পান তিনি। সেই তিন মাসের বোনাস বাবদ আরও ৫ লাখ ইউরো বকেয়া তার। অর্থাৎ, পিএসজির কাছে মোট ৫৫.৪ মিলিয়ন ইউরো পান এমবাপ্পে। তা এখনো দেয়নি ক্লাব।
এমবাপ্পের আইনজীবীরা জানিয়েছেন, বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন এমবাপে। তিনি প্রথমে চেয়েছিলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে। কিন্তু পিএসজি তাদের আবেদন শোনেনি। প্রায় এক বছর ধরে নিজের বকেয়া টাকা চাইছেন এমবাপ্পে। প্যারিসের ক্লাব তাতে কোনো পাত্তা দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে এবার প্রকাশ্যে পুরোনো ক্লাবকে আক্রমণ করছেন এমবাপে।
এ ছাড়াও ফরাসি ফুটবল ফেডারেশনের কাছেও পিএসজির বিরুদ্ধে এমবাপ্পে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন