মা দিবসে দারুণ গোলে ১-০ তে এগিয়ে গেল পোর্টল্যান্ড টিম্বার্স। সান্তিয়াগো মোরেনোর এক অসাধারণ ওভারহেড কিকের সুবাদে প্রোভিডেন্স পার্কে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় পোর্টল্যান্ড টিম্বার্স।
২৬ বছর বয়সী এই কলম্বিয়ান ফুটবলার বর্তমানে টিম্বার্সের হয়ে পঞ্চম মৌসুম খেলছেন। এদিন খেলা শুরুর মাত্র ১০ মিনিটেই তাঁর করা দুর্দান্ত গোলটি হয়তো তাঁর পুরো ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়ে থাকবে।
এই গোলটি শুধু এমএলএস-এর ‘গোল অব দ্য সিজন’-এর প্রতিদ্বন্দ্বী নয়, বরং মা দিবসে ম্যাচটি বিশেষ হয়ে ওঠে যখন গোলের পর মোরেনো ছুটে গিয়ে গ্যালারিতে বসে থাকা মাকে জড়িয়ে ধরেন।
২০২৪ মৌসুমে ছয় গোল ও ১৪টি অ্যাসিস্ট করা মোরেনো ২০২৫ সালে এখন পর্যন্ত তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করে রেখেছেন।
ফিল নেভিলের অধীনে তিনি আবারও নিজেকে প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ।