শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:২২ পিএম

ট্রাম্পের সঙ্গে ঘুরছেন ইনফান্তিনো, বিশ্ব ফুটবলের সভা বিলম্বিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:২২ পিএম

ট্রাম্পের সঙ্গে ঘুরছেন ইনফান্তিনো, বিশ্ব ফুটবলের সভা বিলম্বিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা ফিফা কংগ্রেসে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর সভায় যোগ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য সফরে থাকার কারণেই মূলত এই বিলম্ব ঘটেছে বলে জানা গেছে। ইনফান্তিনোর এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রতিবাদস্বরূপ সভাস্থল ত্যাগ করেন উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

কংগ্রেসের জন্য ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা প্যারাগুয়ের রাজধানী আসুনসিওতে সমবেত হয়েছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সভা শুরুর কথা থাকলেও, নির্ধারিত সময়ে অনুপস্থিত ছিলেন ফিফা প্রধান। জানা যায়, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের সঙ্গী হওয়ায় তিনি তখনো বহু দূরে।

কাতার সরকারের দেওয়া বিশেষ বিমানে দোহা থেকে নাইজেরিয়া হয়ে আসুনসিওর পথে রওনা হন ইনফান্তিনো। যখন কংগ্রেস শুরু হওয়ার কথা, তখন তার বিমান আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছিল। ফলস্বরূপ, বেলা একটার কিছু আগে সভাস্থলে পৌঁছান ফিফা সভাপতি।

ইনফান্তিনোর এই বিলম্ব ভালোভাবে নেয়নি উয়েফা। কয়েকজন কর্মকর্তা সভা ছেড়ে বেরিয়ে যান। ইনফান্তিনো যখন বক্তব্য দিচ্ছিলেন, তখনো বহু চেয়ার ফাঁকা দেখা যায়। মধ্যাহ্নভোজের বিরতির পর ইউরোপের অনেক প্রতিনিধি সভায় আর ফিরে আসেননি। 

এমনকি ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যের জন্য সংরক্ষিত আসনেও উয়েফার সভাপতি এবং দুই সহসভাপতিসহ জার্মানি, নরওয়ে ও রোমানিয়ার প্রতিনিধিদের দেখা যায়নি।

দেরির কারণ ব্যাখ্যা করে ইনফান্তিনো তার বক্তব্যে ফ্লাইট সংক্রান্ত সমস্যা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাজনীতি ও অর্থনীতির বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমার মনে হয়েছে আপনাদের সবার পক্ষ থেকে, ফুটবলের পক্ষ থেকে আমার সেখানে থাকা দরকার ছিল। ফিফা সভাপতি হিসেবে সংস্থার স্বার্থে কাজ করা আমার দায়িত্ব।’

তবে উয়েফা এক কঠোর বিবৃতিতে ফিফা সভাপতির এই বিলম্বকে ‘ভীষণ হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘যা নিছক ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থরক্ষার প্রয়াস বলেই প্রতীয়মান, তা খেলাটির উপকারে আসে না, বরং এর স্বার্থকে গৌণ করে তোলে।’ 

ফিফা সভাপতির এমন আচরণ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সভায় নজিরবিহীন এবং তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!