সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:২৮ পিএম

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:২৮ পিএম

মেহেদী উল সহিদ। ছবি- রূপালী বাংলাদেশ

মেহেদী উল সহিদ। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (বেপজা) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিটিআরসিতে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্নসচিব মেহেদী উল সহিদকে।

বিটিআরসিতে যোগদানের পর তিনি কোন উইং এর মহাপরিচালক হবেন, সে বিষয়টি নির্ধারিত হবে।

সোমবার দুইটি পৃথক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

বিটিআরসির রাজস্ব ও অর্থ বিভাগের পরিচালক এয়াকুব আলী ভূইয়াকে এক বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়। তবুও এয়াকুব আলীকে একই পদে বহাল রাখেন প্রশাসন উইং এর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে এক তদন্ত কমিটি গঠন হয় এবং সম্প্রতি সেই কমিটি আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি থেকে প্রত্যাহারের মতামত ও সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এর প্রেক্ষিতে গত ৩০ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

বিটিআরসির একাধিক জানান, মন্ত্রণালয়ের এমন নির্দেশনার কারণেই বদলি হয়ে থাকতে পারেন আব্দুল্লাহ আল মামুন।

রূপালী বাংলাদেশ

Link copied!