বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০২:৫৭ পিএম

পেলে-ম্যারাডোনা নয় মেসি ইতিহাসের সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০২:৫৭ পিএম

পেলে-ম্যারাডোনা নয় মেসি ইতিহাসের সেরা ফুটবলার

পেলে, ম্যারাডোনা ও মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কে পেলে, ম্যারাডোনা, নাকি মেসি? এই চিরন্তন বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করেছে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক ফেডারেশন (আইএফএফএস)। 

সংস্থাটি লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শীর্ষ তিন ফুটবলার

আইএফএফএস-এর এই তালিকায় মেসি শীর্ষে থাকলেও, কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনাও নিজেদের স্থান ধরে রেখেছেন।

১. লিওনেল মেসি, আর্জেন্টিনা: ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিটি ম্যাচে জাদু ছড়িয়েছেন মেসি। আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড। মেসির ফুটবল শুধু পরিসংখ্যান নয় এটি এক শিল্প, এক আবেগ।

২. পেলে, ব্রাজিল: তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড়, ব্রাজিলের এই কিংবদন্তি। তাঁর সময়ে আধুনিক প্রযুক্তি না থাকলেও, পেলের প্রভাব ছিল সর্বব্যাপী। ফুটবলকে বিশ্বের সর্বজনীন খেলায় পরিণত করার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।

৩. ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা: 'হ্যান্ড অব গড' থেকে শুরু করে একক নৈপুণ্যে গোল করা—ম্যারাডোনা ছিলেন আবেগ এবং বিতর্কের কেন্দ্রবিন্দু। ১৯৮৬ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর মধ্যে একটি।

আইএফএফএস-এর শীর্ষ দশে আরও যারা

শীর্ষ তিনের বাইরেও আইএফএফএস-এর তালিকায় স্থান পেয়েছেন আরও সাতজন কিংবদন্তি ফুটবলার:

৪. ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল: আধুনিক ফুটবলের আরেক কিংবদন্তি, যিনি অসংখ্য গোল করে নিজেকে ইতিহাসে প্রতিষ্ঠিত করেছেন। ইউরো কাপ জয় ও পাঁচটি ব্যালন ডি’অর জিতে বিশ্ব ফুটবলে তিনি অমর হয়ে আছেন।

৫. ইয়োহান ক্রুইফ, নেদারল্যান্ডস: "টোটাল ফুটবল"-এর জনক হিসেবে তিনি পুরো খেলাটার দর্শন পাল্টে দিয়েছিলেন। মাঠে যেমন দক্ষ ছিলেন, তেমনি ছিলেন একজন দূরদর্শী ফুটবল মস্তিষ্ক।

৬. রোনালদো নাজারিও, ব্রাজিল: 'ফেনোমেনন' নামে পরিচিত এই তারকা গতি, ড্রিবল ও ফিনিশিংয়ে ছিলেন অতুলনীয়। বিশ্বকাপের মঞ্চেও নিজের দক্ষতার ছাপ রেখে গেছেন।

৭. জিনেদিন জিদান, ফ্রান্স: মাঠে বল পায়ে ছিলেন শিল্পীর মতো, ফুটবলের ছন্দের নাম ছিলেন জিদান। জাতীয় দল ও ক্লাব—উভয় জায়গায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্বকাপ জিতেছেন।

৮. ফ্রানজ বেকেনবাওয়ার, জার্মানি: ডিফেন্সে থেকেও খেলাকে নিয়ন্ত্রণ করার বিরল ক্ষমতা ছিল তাঁর। 'লিবারো' পজিশনের ধারণা ফুটবলে তিনিই এনেছিলেন। তিনি একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার।

৯. আলফ্রেডো ডি স্তেফানো, স্পেন: রিয়াল মাদ্রিদের সোনালী যুগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। মাঠের প্রায় সব পজিশনে খেলতেন, যার মাধ্যমে তিনি একজন সম্পূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন।

১০. রোনালদিনহো, ব্রাজিল: হাসিমুখে খেলা এক জাদুকর, যার পায়ের কারুকাজে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। আনন্দ আর দক্ষতার একসঙ্গে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মাঠজুড়ে। তিনিও একজন বিশ্বকাপ জয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!