ফুটবল বিশ্বে আবারও অর্থের ঝনঝনানি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কাতার। ২০২৫ সালের ফিফা আরব কাপের জন্য ঘোষণা করা হয়েছে রেকর্ড পরিমাণ ৩৬.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২০ কোটি টাকা)।
পুরস্কার মূল্য, যা এই টুর্নামেন্টের ইতিহাসে তো বটেই, আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যেও সর্বোচ্চ। আগামী ১ থেকে ১৮ ডিসেম্বর আবারও কাতারের মাটিতে বসবে আরব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই।
২০২১ সালের আরব কাপ সফলভাবে আয়োজন করে কাতার এরইমধ্যে প্রশংসা কুড়িয়েছে। এবারও তারা একটি আন্তর্জাতিক মানের ফুটবল উৎসব উপহার দিতে প্রস্তুত।
আয়োজক কমিটির চেয়ারম্যান এবং কাতারের ক্রীড়া ও যুবমন্ত্রী শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি এই বিপুল পুরস্কার মূল্য ঘোষণাকে আরব কাপে ‘নতুন প্রাণ’ সঞ্চার হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘আমরা যেভাবে এই টুর্নামেন্ট ফিরিয়ে এনেছি, সেটাই এখন নতুন মাত্রা পাচ্ছে।’ এই ঘোষণা প্রমাণ করে যে কাতার শুধু ২০২২ বিশ্বকাপ আয়োজন করেই থেমে নেই, বরং একের পর এক আন্তর্জাতিক ফুটবল ইভেন্টের মাধ্যমে তারা বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
এমনকি, আগামী পাঁচটি ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে কাতারে।
২৫ মে দোহায় অনুষ্ঠিত হবে আরব কাপের ড্র। জানা যাবে, কোন দল কার গ্রুপে পড়বে, শুরু হবে ভবিষ্যতের হিসাব-নিকাশ।
বিশ্বকাপের উত্তরাধিকার ধরে রাখতে কাতার যেন পরিণত হয়েছে এক ফুটবল কেন্দ্রবিন্দুতে। এবার আরব কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং তা হয়ে উঠছে অর্থ, ঐতিহ্য ও আধিপত্যের প্রতীক।
আপনার মতামত লিখুন :