চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই ২-০ গোলে এগিয়ে রয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি)। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্নে বিভোর প্যারিসের দলটি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। ম্যাচের ১২তম মিনিটেই সাবেক ইন্টার তারকা আশরাফ হাকিমির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তার নিখুঁত ফিনিশে উল্লাসে ফেটে পড়ে পিএসজি সমর্থকরা।
মাত্র আট মিনিট পর, অর্থাৎ ম্যাচের ২০ মিনিটে আসে দ্বিতীয় গোল। পিএসজির তরুণ মিডফিল্ডার দেজায়ার দোয়ের নেওয়া শট ইন্টার মিলানের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ২-০।
এই গোলের পর ইন্টারের রক্ষণভাগ কিছুটা হতবাক হয়ে পড়ে। তারা একের পর এক আক্রমণ রুখতে গিয়ে নিজেদের ছন্দ হারিয়ে ফেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচের ৩৮তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পিএসজি। অন্যদিকে, ইন্টার মিলান ম্যাচে ফিরতে মরিয়া হলেও পিএসজির জমাট রক্ষণ ভেদ করা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন