ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

দেশে ফিরলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:১৬ এএম
ছবি- সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের ঐতিহাসিক সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

রোববার (৬ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফিদা-ঋতুপর্ণারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দলটি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে হাতিরঝিলের পথে রওনা হয়েছে।

২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল মেয়েরা। এবার ছাদখোলা না হলেও বাফুফের নিজস্ব বাসেই সংবর্ধনার জন্য নেওয়া হচ্ছে নারী ফুটবলারদের। সেই বাসে সাঁটানো হয়েছে এশিয়া কাপ নিশ্চিত করা দলটির ছবি।

তবে বিমানবন্দরে ছিল না কোনো জমকালো আয়োজন। সংক্ষিপ্ত পরিসরে বাফুফের কর্মকর্তারা নারী ফুটবলারদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। মূল সংবর্ধনা আয়োজন করা হচ্ছে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে, যেখানে মধ্যরাতে মেয়েদেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবে বাফুফে।

উল্লেখ্য, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমার ও বাহরিনকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই অর্জনের পর তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শেষ করেছে লাল-সবুজের মেয়েরা।