ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:০১ পিএম
শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বড় জয় দিয়ে শিরোপা অভিযানের সূচনা করল বাংলাদেশ। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মুখরিত হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা, যেখানে মাঠের অবস্থা নিয়ে সমালোচনা থাকলেও বাংলাদেশের খেলায় ছিল না কোনো কমতি।

শুক্রবার (১১ জুলাই)  অনুষ্ঠিত এই ম্যাচে দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। প্রথমার্ধেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৭ মিনিটে সাগরিকা দলের তৃতীয় গোলটি করেন। গোলরক্ষক থারুশিকার ভুল কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। প্রথমার্ধের একাধিক সুযোগ হাতছাড়া না হলে ব্যবধান আরও বড় হতে পারত।

বিরতির পর বাংলাদেশ আরও আগ্রাসী হয়ে ওঠে। ৪৮ মিনিটে সাগরিকার কাট ব্যাকে মুনকি নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৫০ মিনিটে শান্তি মার্দির পাস থেকে গোল করেন সিনহা জাহান শিখা। ৫৩ ও ৫৯ মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। দুটি গোলই আসে সতীর্থদের কাট ব্যাক পাস থেকে।

৮৫ মিনিটে রুপা আক্তার দলের অষ্টম গোলটি করেন। কর্নার থেকে শ্রীলঙ্কান ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হলে রুপা তা গোলমুখে পাঠান নিখুঁত শটে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লায়ানসিকা জাসোথারান শ্রীলঙ্কার পক্ষে একটি সান্ত্বনার গোল করেন। তবে ম্যাচের শেষ কথা বলেন বাংলাদেশের শান্তি মার্দি। দুর্দান্ত এক আক্রমণে তিনি দলকে ৯-১ গোলের জয় উপহার দেন।

এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী উপস্থিতি জানান দিল বাংলাদেশ। শুরুতেই বড় জয় পাওয়ায় টুর্নামেন্টে ফ্যাভারিট হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করল স্বপ্না-সাগরিকারা।