সান্তোস এফসিতে ফিরে আসা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জন্য এখন পর্যন্ত স্বপ্নময় হয়নি। ইন্টারন্যাশিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে শীর্ষ লিগের অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস।
ম্যাচের পর ঘটে আরেক নাটকীয় ঘটনা—দর্শক গ্যালারি থেকে এক সমর্থকের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান নেইমার, যেটি থামাতে এগিয়ে আসেন তার সতীর্থ জোয়াও পাওলো।
ঘটনার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। সেখানে তিনি বলেন, গ্যালারির ওই সমর্থক পারিবারিক পর্যায়ের অপমান করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
নেইমার লেখেন, মাঠে খারাপ খেললে সমর্থকরা আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন, এমনকি দুয়োও দিতে পারেন। কিন্তু কেউ যদি আমার বাবা, পরিবার কিংবা বন্ধুদের ‘ভাড়াটে’ বা 'মার্সেনারি' বলে অপমান করে, তখন নিজেকে সামলে রাখা কঠিন।
আমি সান্তোসে এসেছি ক্লাবটিকে সাহায্য করতে, আর যদি মনে হয় আমি ক্ষতি করছি, তাহলে আমি নিজেই সরে যাব।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আরও জানান, ক্লাবের প্রতি তার ভালোবাসা প্রশ্নাতীত, সান্তোস এফসি আমার জীবনের অন্যতম বড় ভালোবাসা।
যতদিন শক্তি থাকবে, আমি লড়বো, দৌড়াবো, প্রয়োজনে ঝগড়া করবো—ক্লাবকে তার প্রাপ্য সম্মানের জায়গায় নিতে। সান্তোসের সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
উল্লেখ্য, ইন্টারন্যাশিওনালের বিপক্ষে ম্যাচে একটি গোল উদযাপন করেছিলেন নেইমার, তবে পরে জানা যায় বল গোললাইন পার হয়নি—যেটিকে 'ফ্যান্টম গোল' বলা হচ্ছে।
ম্যাচ শেষে এই ভুল বোঝাবুঝি ও ক্লান্তির মধ্যে গ্যালারির উত্তপ্ত মন্তব্যই আগুনে ঘি ঢেলে দেয়।