ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

লিবারপুল ছেড়ে ৯০০ কোটিতে বায়ার্নে লুইস দিয়াজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:৪৯ পিএম
বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। ছবি- সংগৃহীত

তিন বছরেরও বেশি সময় লিভারপুলে কাটিয়ে শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ।

তার দলবদলের ট্রান্সফার ফি ধরা হয়েছে ৬৫.৫ মিলিয়ন পাউন্ড। এবং বায়ার্নের সঙ্গে চুক্তি হয়েছে চার বছরের জন্য।

১ পাউন্ড ১৪০ টাকা ধরে হিসেব করলে ৬৫.৫ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকারও বেশি।

দিয়াজের বিদায় নিয়ে ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, আমি সমস্ত স্বপ্ন নিয়ে এসেছিলাম, আর এখন বিদায় নিচ্ছি গর্ব নিয়ে। আমরা একসাথে অনেক কিছু অর্জন করেছি তার জন্য সত্যি গর্বিত।

তিনি আরও বলেন, লিভারপুল একটি বিশেষ দল। আমি এখানকার অসাধারণ ভক্ত, কোচ এবং সহখেলোয়াড়দের মনে রাখব আজীবন।

এই বিদায়টা নিখুঁত হতে পারত, যদি না মাসের শুরুতে আমাদের সতীর্থ দিয়োগো জোতা না হারাতাম। আমি সবাইকে হৃদয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু জোটাকে বিশেষভাবে।

২০২২ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে লিভারপুলে এসেছিলেন দিয়াজ, ট্রান্সফার ফি ছিল প্রায় ৩৭ মিলিয়ন পাউন্ড। অ্যানফিল্ডে কাটানো সময়ে ১৪৮ ম্যাচে ৪১টি গোল করেছেন তিনি।

প্রথম মৌসুমেই এফএ কাপ ও ইএফএল কাপ জেতেন, যদিও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের বেদনা জুটেছিল।

গত মৌসুম ছিল দিয়াজের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করে লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

দিয়াজের বিদায়ের মধ্য দিয়ে লিভারপুল এবার গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত খেলোয়াড় বিক্রি করে প্রায় ১১৫ মিলিয়ন পাউন্ড আয় করেছে।

এই অর্থ দিয়ে ইতোমধ্যে ফ্লোরিয়ান ভার্টজ, হুগো একিতিকে, জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজের মতো প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ক্লাবটি।

এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের দিকেও নজর রাখছে লিভারপুল। ফার-ইস্ট সফরে দলের সঙ্গে না যাওয়ায় ইসাকের ক্লাব ছাড়ার জল্পনা আরও বেড়েছে।