চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের শেষ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। যেখানে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাদের প্রতিযোগিতার মূল পর্বে যাওয়ার পথ খুঁজবে।
এই প্লে-অফ হচ্ছে মূল টুর্নামেন্টের লিগ পর্ব শুরু হওয়ার আগে চূড়ান্ত বাধা। এইবারের ড্র-এ উপস্থিত রয়েছেন গত বছরের চ্যাম্পিয়ন বেনফিকা, ফেয়েনোর্ডের মতো নামিদামি দলগুলো।
সঙ্গে রেঞ্জার্স ও ক্লাব ব্রুজ। তারা তৃতীয় যোগ্যতা রাউন্ডে নিজেদের দুই লেগের ম্যাচ খেলবে।
এদিকে ছোট ছোট ক্লাবও প্রথমবার লিগ পর্বে খেলার স্বপ্ন দেখছে। প্রত্যেক দল ইউরোপের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
ড্র কবে?
ড্র অনুষ্ঠিত আজ সোমবার বাংলাদেশ সময় ৫টার পর শুরু হবে বলে জানা গেছে। যা সুইজারল্যান্ডের নিয়নে ইউয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
কোথায় দেখা যাবে?
দর্শকরা টিএনটি স্পোর্টস ২ ও ডিসকভারি+ প্ল্যাটফর্মে সরাসরি এই ড্র দেখতে পারবেন।
প্লে-অফ ম্যাচ কখন?
দুটি লেগে প্লে-অফ ম্যাচ হবে ১৯ ও ২০ আগস্ট এবং ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ তারিখে। সব ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৯টা (বাংলাদেশ সময় ১টায়)।
আপনার মতামত লিখুন :