অবশেষে চেনা ছন্দে ফিরলেন নেইমার জুনিয়র। চোট আর অফ-ফর্মে ভুগতে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করে স্যান্টোসকে এনে দিলেন দারুণ এক জয়।
সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরিআ-তে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে নায়ক ছিলেন এই ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে নেইমারকে নিয়ে সমালোচনা কম হয়নি। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় নিজের সাবেক ক্লাব স্যান্টোসের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে।
এমনকি এক ম্যাচ চলাকালীন সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়েও আলোচনায় এসেছিলেন তিনি। তবে সব সমালোচনার জবাব নেইমার দিলেন মাঠে পারফর্ম করেই।
জুভেন্টুদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্যান্টোস। খেলার ৩৬ মিনিটেই গোলরক্ষককে পরাস্ত করে স্যান্টোসের হয়ে প্রথম গোলটি করেন নেইমার।
এর মাত্র তিন মিনিট পরেই আলভারো ব্যারেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে জুভেন্টুদের হয়ে একটি গোল শোধ করেন উইলকার অ্যাঞ্জেল।
দ্বিতীয়ার্ধে জুভেন্টুড চাপ বাড়ালেও শেষ হাসি হেসেছে স্যান্টোসই। ম্যাচের ৮০তম মিনিটে রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় স্যান্টোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন নেইমার।
২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পারলেন তিনি। শুধু তাই নয়, প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন এই তারকা।
এর আগে শেষবার তিনি জোড়া গোল পেয়েছিলেন বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জাতীয় দলের হয়ে।
আপনার মতামত লিখুন :