ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অবশেষে বিয়ে করছেন রোনালদো, জানা গেল পাত্রীর পরিচয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৮:৫০ এএম
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল জর্জিনা রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর অবশেষে আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

প্রেমিকার ইনস্টাগ্রাম পোস্টেই বাগদানের খবর প্রকাশ্যে আসে, যা ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়।

জর্জিনা বাম হাতে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘Yes I do।’ 

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন ১০-১৫ ক্যারেট এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো এর আগে নেটফ্লিক্স সিরিজ আই অ্যাম জর্জিনা-তে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে।

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। বর্তমানে তারা মিলে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন, যার মধ্যে রোনালদোর আগের তিন সন্তানও রয়েছে।

এখন ভক্তদের কৌতূহল—কবে এবং কোথায় হবে এই যুগলের বিয়ে? ঘনিষ্ঠদের নিয়ে ছোট আয়োজন হবে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান—তা জানার অপেক্ষায় ফুটবল বিশ্ব।