ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

এশিয়ান কাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান কাপ ও এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। এই দুটি বড় টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রস্তুতি শুরু করেছে।

বাফুফে পরিকল্পনা করছে দুটি দলকেই একসঙ্গে জাপানে পাঠাতে। সেখানে এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সামনের উইন্ডোগুলোতে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলোর সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

আগামী এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ দলের প্রতিযোগিতাটি। আর মার্চে অস্ট্রেলিয়ায় হবে সিনিয়র টিমের এশিয়ান কাপ।

এই টুর্নামেন্টে যদি সিনিয়র দল নকআউট পর্বে উঠতে পারে, তবে তারা সরাসরি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে খেলার সুযোগ পাবেন। এ ছাড়া, সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে ব্রাজিল বিশ্বকাপে খেলারও সুযোগ মিলবে।

অন্যদিকে, অনূর্ধ্ব-২০ দল যদি থাইল্যান্ডের আসরে সেরা চারে থাকতে পারে, তবে তারা ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকেট পাবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য বাফুফে আটঘাঁট বেঁধে পরিকল্পনা সাজাচ্ছে।

যদিও প্রস্তুতির জন্য বাফুফের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আর্থিক সীমাবদ্ধতা। মাহফুজা আক্তার কিরণ জানান, একই বছরে দুটি বড় টুর্নামেন্ট থাকায় তাদের অনেক বেশি আর্থিক সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু বাস্তবায়ন করতে পারি না। যেহেতু আমাদের আর্থিক অবস্থা সেভাবে নেই।

তবে ক্যাম্পের মেয়েদের পুষ্টি নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কিরণ। তিনি জানান, বাফুফের ডর্মেটরিতে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করা হয়।

সেখানে নিয়মিত রুই, মুরগি, গরু, খাসি ও ডিমের মতো পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। কিরণ আরও বলেন, মেয়েরা যদি ঠিকমতো না খায়, তাহলে ৯০ মিনিট খেলতে পারবে না। তারা তো ৯০ মিনিট একই ছন্দে খেলে।