লা লিগার চলতি মৌসুমে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাব নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ডিসেম্বর মাসে ভিয়ারিয়ালের হোম ভেন্যু এল মাদ্রিগালে হওয়ার কথা থাকলেও লিগ কর্তৃপক্ষ ম্যাচটি যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে।
রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, লিগের প্রচলিত হোম-অ্যাওয়ে ফরম্যাট ভেঙে বিদেশে ম্যাচ আয়োজন প্রতিযোগিতার স্বচ্ছতা নষ্ট করবে।
তবে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বিষয়টি ভিন্নভাবে দেখছেন। তিনি রিয়ালের অবস্থানকে ‘অতিরঞ্জিত’ বলে আখ্যা দিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন।
স্প্যানিশ রেডিও নাসিওনালে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, প্রথম বিভাগের দলে ২৫ জন খেলোয়াড় থাকার নিয়ম।
কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে (১৮) রিজার্ভ টিমের জার্সি নম্বর ৩০ দিয়ে নিবন্ধন করেছে, অথচ সে রিজার্ভে এক মিনিটও খেলবে না। এটি কি প্রতিযোগিতার সততার ওপর প্রভাব ফেলে না?
তিনি আরও যোগ করেন, ভিনিসিয়ুস জুনিয়র রিজার্ভ টিমে নিবন্ধিত ছিল এবং সেখানেই খেলেছিল। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। যদি সততা নিয়েই এত উদ্বেগ থাকে, তাহলে এমন ঘটনাও আলোচনায় আসা উচিত।