ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বরের ১২ তারিখে ভারতের তিনটি শহরে সফর করবেন।
জানা গেছে, মেসি ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন এবং কলকাতা, মুম্বাই ও দিল্লি সফর করবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মেসি ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ইভেন্টে অংশ নেবেন।
এই ইভেন্টে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা—মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রোহিত শর্মা।
সূত্রের খবর অনুযায়ী, ইভেন্টে মেসিকে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে, যেখানে তিনি ধোনি ও কোহলির সঙ্গে সাত-সদস্যের খেলা খেলবেন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র জানিয়েছে, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ খেলতে পারেন।
ইভেন্টের পুরো সময়সূচি চূড়ান্ত হওয়ার পর ঘোষণা করা হবে। তবে কলকাতা ও দিল্লির সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে মেসির কলকাতা সফরের তারিখ এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, কলকাতার ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা জানানো হবে, যেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় মেসি একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। এবং ফুটবল কর্মশালার আয়োজন করবেন। এছাড়া ‘GOAT CUP’ নামে সাত-সদস্যের একটি ফুটবল ম্যাচও ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
এর আগে, মেসি শেষবার ভারতে ২০১১ সালে এসেছিলেন। তখন তিনি বার্সেলোনার হয়ে খেলতেন, আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খেলেছিলেন তিনি।
সেই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোল করেন নিকোলাস ওটামেনদি।