ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

এমবাপ্পের জোড়া গোল বাতিল, তবুও রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৩:০৩ পিএম
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে উৎসবের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই উৎসব ম্লান করে দিয়েছে অফসাইড ও হ্যান্ডবলের নিয়ম। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ঠিকই জয় তুলে নিয়েছে, যা তাদের লা লিগায় টানা তৃতীয় জয় এনে দিয়েছে।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এই ম্যাচে এমবাপ্পের দুটো গোলই বাতিল হয়েছে, যা তাকে ভীষণ হতাশ করেছে। ম্যাচের চতুর্থ মিনিটেই চুয়ামেনি প্রথম শট নিলেও তা গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ৬ মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এই হতাশা কাটিয়ে ওঠার আগেই ১৮ মিনিটে মায়োর্কার মুরিকি কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে চমকে দেন।

রিয়াল অবশ্য এই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ায়। ৩৭ মিনিটে তুর্কি তরুণ আর্দা গুলার রিয়ালকে সমতায় ফেরান। বক্সের মধ্যে ডিফেন্ডারের হেড থেকে পাওয়া বল অনায়াসে জালে জড়িয়ে দেন তিনি।

এর এক মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে লিড এনে দেন। প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বাম পায়ের শটে তিনি লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে এমবাপ্পে আবারও গোল করলেও, সেটিও অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর ৫৫ মিনিটে গুলার দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান, কিন্তু এবার হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। এরপরও রিয়াল আক্রমণে চাপ অব্যাহত রাখে।

ম্যাচের ৬৭ মিনিটে আলভারো কারেরাস একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন। শেষ পর্যন্ত এমবাপ্পের আরেকটি শট প্রতিহত হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে দলের জয়ে তার অবদান অনস্বীকার্য।

এই জয়ে রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম তিন ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।