ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

দলবদলের বাজারে সব রেকর্ড ভেঙে দিল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:০৩ পিএম
দলবদলের বাজারে সবচেয়ে বেশি দামের ফুটবলাররা। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বে অর্থের ঝনঝনানি নতুন কিছু নয়। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যেন খরচ করার সব রেকর্ড ভেঙে দিয়েছে।

দলবদলের ট্রান্সফার ডেডলাইন দিনে নিউক্যাসল ইউনাইটেড থেকে অ্যালেকজান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়ে লিভারপুল মোট খরচের অঙ্ককে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়।

এবার গ্রীষ্মকালীন উইন্ডোতে সব মিলিয়ে ৩.০৮৭ বিলিয়ন পাউন্ড (৫০ হাজার কোটি টাকার বেশি) খরচ করেছে প্রিমিয়ার লিগের দলগুলো, যা একটি নতুন বিশ্ব রেকর্ড।

এই বিপুল অঙ্কের খরচ গত বছরের ২.৩৬ বিলিয়ন পাউন্ডের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এর আগের বছর, এই অঙ্ক ছিল ১.৯৬ বিলিয়ন পাউন্ড।

বিবিসির প্রতিবেদন অনুসারে, প্রিমিয়ার লিগের এই এক মৌসুমে ব্যয় করা অর্থ ইউরোপের অন্য শীর্ষ চার লিগ—লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং সিরি আ—এর মিলিত খরচের চেয়েও অনেক বেশি। এটিই প্রমাণ করে, অর্থ ঢালার দিক থেকে ইপিএল কতটা এগিয়ে আছে।

খরুচে ক্লাবে কারা শীর্ষে?

এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরুচে ক্লাব ছিল লিভারপুল। তারা একাই খরচ করেছে ৪১৫ মিলিয়ন পাউন্ড। ইসাককে রেকর্ড মূল্যে দলে নেওয়ার পাশাপাশি পুরো ট্রান্সফার উইন্ডোতে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

লিভারপুলের পাশাপাশি আরও পাঁচটি ক্লাব ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে। এই ক্লাবগুলো হলো

চেলসি (২৮৫ মিলিয়ন পাউন্ড)

আর্সেনাল (২৫৫ মিলিয়ন পাউন্ড)

নিউক্যাসল (২৫০ মিলিয়ন পাউন্ড)

ম্যানচেস্টার ইউনাইটেড (২১৬ মিলিয়ন পাউন্ড)

নটিংহ্যাম ফরেস্ট (২০৫ মিলিয়ন পাউন্ড)

অবাক করা বিষয় হলো, সাধারণত খরুচে ক্লাব হিসেবে পরিচিত ম্যানচেস্টার সিটি এবার তুলনামূলকভাবে কম, ১৫২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে।