প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা পেল। দলের দুই তারকা ফুটবলার উসমান ডেম্বেলে ও দেজিরে দুয়ে চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
এক বিবৃতিতে পিএসজি জানায়, ডেম্বেলে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।
অন্যদিকে দুয়ে ডান পায়ের কাফ মাংসপেশির টান নিয়ে প্রায় চার সপ্তাহ খেলতে পারবেন না বলে জানা গেছে।
গত শুক্রবার ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠ ছাড়তে বাধ্য হন ডেম্বেলে। একই ম্যাচেই চোট পান দুয়ে। ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত করেছে, ডেম্বেলের চোটটি গুরুতর।
আগামী ১৭ সেপ্টেম্বর আতালান্তার বিপক্ষে শুরু হবে পিএসজির চ্যাম্পিয়নস লিগ শিরোপা রক্ষার অভিযান।
তার মাত্র দুই সপ্তাহ পর ১ অক্টোবর, ডেম্বেলের সাবেক ক্লাব বার্সেলোনার মাঠে খেলতে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।