আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামির ৩৮ বছর বয়সি তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি জানিয়েছেন, তিনি এখনো নিশ্চিত নন ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবেন কি না। তবে শারীরিকভাবে ফিট থাকলে এবং দলের জন্য অবদান রাখতে পারলে বিশ্বকাপে খেলতে চান তিনি।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি বোঝা হতে চাই না। আমি চাই শারীরিকভাবে ভালো থাকতে, নিশ্চিত হতে যে আমি দলে অবদান রাখতে পারব। তবে আমি এটাও জানি, এটা একটা বিশ্বকাপ—বিশেষ কিছু। বিশ্বকাপই ফুটবলের সবচেয়ে বড় আসর। তাই আমি উত্তেজিত, কিন্তু একদিন একদিন করে এগোচ্ছি।’
২০০৫ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন লিওনেল মেসি। এই সময়ে তিনি জাতীয় দলের হয়ে ১৯৫টি ম্যাচে মাঠে নেমে ১১৪টি গোল করেছেন এবং ৬৩টি অ্যাসিস্ট রয়েছে।
ট্রান্সফারমার্কেটের তথ্যানুসারে, বর্তমানে তার বাজারমূল্য দাঁড়িয়েছে ২০ মিলিয়ন ইউরো।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের মূলপর্ব। ইতিহাসে প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। মোট ৪৮টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে।
উল্লেখ্য, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল।


