আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় ফিরেও জয়ের দেখা পেল না রিয়াল মাদ্রিদ। রোববার গোলসমৃদ্ধ ম্যাচে এলচের মাঠে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখন রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে।
১৩ ম্যাচে ১০ জয়, ২ ড্র ও ১ হারে মোট ৩২ পয়েন্ট নিয়ে এখনো চূড়ায় আছে রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে বার্সেলোনাও সমান ম্যাচে ৩১ পয়েন্ট অর্জন করেছে। দুই রাউন্ড আগেও যে ব্যবধান ছিল ৫ পয়েন্টের, তা এখন কমে দাঁড়িয়েছে স্রেফ ১ পয়েন্টে। এই ড্রয়ের ফলে টানা তিন ম্যাচে জয়হীন রইল মাদ্রিদের ক্লাবটি।
এলচের মাঠে ৫২ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও আক্রমণে ধার কম ছিল না স্বাগতিকদের। রিয়াল মাদ্রিদ ১৯টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখে। অন্যদিকে, এলচেও ১৬টি শটের মধ্যে সমান ৮টি শট লক্ষ্যে রাখে।
বিরতির আগে দারুণ দুটি সুযোগ পেয়েও এলচে গোলকিপার ইনিয়াকি পেনিয়াকে পরাস্ত করতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
বিরতির পর, ৫৬তম মিনিটে সতীর্থের ব্যাকহিল পাস থেকে পায়ের টোকায় এলচেকে ১-০ গোলে এগিয়ে নেন আলিশ ফেবাস। গোল হজমের পর রিয়াল কোচ একসঙ্গে তিনটি বদল আনেন—মাঠে নামেন ভিনিসিয়ুস জুনিয়র, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ফেদেরিকো ভালভার্দে।
৭৮তম মিনিটে অবশেষে সমতা ফেরায় সফরকারীরা। ডান পায়ের জোরালো শটে গোল করেন ডিন হাউসেন। তবে রিয়ালের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মিনিট ছয়েকের মধ্যেই ফের এগিয়ে যায় এলচে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। ৮৭তম মিনিটে জুড বেলিংহ্যামের জোরালো শট এলচে গোলকিপার ফেরালে বল পেয়ে যান এমবাপ্পে।
সেখান থেকে আবার বেলিংহ্যামকে খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয় দফার প্রচেষ্টায় দলের সমতাসূচক গুরুত্বপূর্ণ গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।
গোলটি করার আগে ভিনিসিয়ুসের পায়ে লেগে মুখে আঘাত পান ইনিয়াকি পেনিয়া, তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেলেও প্রাথমিক চিকিৎসা না নিয়েই তিনি খেলা চালিয়ে যান। যোগ করা ষষ্ঠ মিনিটে এমবাপ্পেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচে ডিফেন্ডার ভিক্তর চুসত।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার চ্যাম্পিয়নস লীগে অলিম্পিয়াকোসের মাঠে খেলবে রিয়াল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন