শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৪৮ পিএম

‘সালাহ সৌদি প্রিমিয়ার লিগের জন্য উপযুক্ত নয়’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৪৮ পিএম

মোহাম্মদ সালাহ ও সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল খলুদের মালিক বেন হারবুর্গ । ছবি- সংগৃহীত

মোহাম্মদ সালাহ ও সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল খলুদের মালিক বেন হারবুর্গ । ছবি- সংগৃহীত

লিভারপুলের স্টার ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর সাম্প্রতিক আচরণকে ‘টক্সিক’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল খলুদের মালিক বেন হারবুর্গ। তিনি মন্তব্য করেন, সালাহ সৌদি লিগের জন্য উপযুক্ত খেলোয়াড় নন।

সাম্প্রতিক ম্যাচগুলোতে বেনিফিট না পাওয়ায় খুশি ছিলেন না সালাহ। শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে শেষ হওয়া ম্যাচের পর সালাহ সাংবাদিকদের বলেন, লিভারপুল ‘তাকে ব্যর্থ দেখিয়েছে। ’এ ছাড়াও তিনি জানিয়েছেন, কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে।

সালাহর এমন মন্তব্য এবং আচরণকে দলের সহ-প্রাক্তন ফুটবলার জেমি ক্যারাগারসহ অনেকে স্বার্থপরতা মনে করেছেন। দল হিসেবে লিভারপুলও এই পরিস্থিতিতে ব্যবস্থা নিয়েছে। সালাহকে ইতালির বিরুদ্ধে ইন্টার মিলানের ম্যাচের জন্য যাওয়া স্কোয়াডে রাখেনি দলীয় কর্তৃপক্ষ।

এরপর থেকেই সালাহকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সৌদি প্রিমিয়ার লিগ বা অন্য কোনো ক্লাবে বিক্রি করার সম্ভাবনার গুঞ্জন শুরু হয়েছে। তবে আল খলুদের মালিক হারবুর্গ মনে করেন, সালাহ লিগের জন্য ‘উপযুক্ত নয়’।

তিনি বলেন, ‘সালাহ ৩৩ বছর বয়সি। সম্প্রতি যে বড় বেতন পেয়েছেন, তার পরও পারফরম্যান্স সন্তোষজনক নয়। তার আচরণও আমাদের মতো ক্লাবের জন্য মোটেও ভালো উদাহরণ নয়। আমরা খেলোয়াড়দের পূর্বের সিজনের খ্যাতির ভিত্তিতে স্টার্টিং লাইনআপে রাখি না। সব মিলিয়ে এই ধরনের খেলোয়াড় আমাদের লিগের জন্য 'টক্সিক' হতে পারে।’

হারবুর্গ আরও বলেন, ‘আমি চাই তরুণ ২৫ বছরের খেলোয়াড়দের দিকে নজর দিতে। সালাহর মতো একজন খেলোয়াড় অবশ্যই তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে।’

একটি সোশ্যাল মিডিয়ার এক্স (পূর্বের টুইটারের) অ্যাকাউন্ট জানিয়েছে, সৌদি প্রিমিয়ার লিগের কিছু ক্লাব সালাহকে খুঁজছে। তবে লিভারপুল এখনো খেলোয়াড়কে রাখতে চায়, তবে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার বা ভুল স্বীকার করার মতো কোনো জবাব চাইছে।

এক্স অ্যাকাউন্টে আরও বলা হয়েছে, সালাহকে তিনটি ম্যাচের জন্য স্টার্টিং একাদশ থেকে সরানো হয়েছে। লিভারপুল বড় নামের খেলোয়াড়ের ওপর কোচের ভবিষ্যৎ নির্ভর করতে দেয় না। তারা চাইছে, সালাহ তার ভুল স্বীকার করুক। সৌদি ক্লাবগুলো ইতোমধ্যেই সালাহকে নিতে আগ্রহী।

রূপালী বাংলাদেশ

Link copied!