ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৪:০৮ পিএম
দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ হকি দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই জয় পেল লাল-সবুজের দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৪ গোলে হেরেছিল তারা।

ম্যাচের শুরুটা অবশ্য খুব ভালো ছিল না বাংলাদেশের। চতুর্থ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে গেলেও, চাইনিজ তাইপে ১০ ও ১৮ মিনিটে পরপর দুটি গোল করে লিড নিয়ে নেয়।

তবে, ২৬ মিনিটে আরেকটি ফিল্ড গোল করে বাংলাদেশ সমতায় ফেরে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে গোল আসে। এরপর ৪২ মিনিটে জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন রাকিবুল ইসলাম।

এরপর ৪৫ মিনিটে আশরাফুল ইসলাম, ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু এবং ৫৮ মিনিটে আবার আশরাফুল ইসলাম গোল করেন। খেলার একদম শেষ মুহূর্তে চাইনিজ তাইপে একটি গোল করলেও তাতে শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে।

দলের এই বড় জয়ে আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম প্রত্যেকেই দুটি করে গোল করেছেন। গ্রুপ 'বি'তে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।