বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে।
শনিবার (৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল রোববার (১০ আগস্ট) সকাল ৯টার মধ্যে একই অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (১১ আগস্ট) থেকে বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত আবহাওয়া অফিস পূর্বাভাসে জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ১৩ আগস্টের পর থেকে সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমে আসারও আভাস পাওয়া গেছে।
আবহাওয়া অফিস ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে জনগণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকা ও নিম্নাঞ্চলের মানুষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন