প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে সামরিক উড়োজাহাজ কারখানা চালু করল ভারত। সোমবার (২৮ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী মোদী ও স্পেনের প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এ কারখানার উদ্বোধন করেছেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গুজরাটের ভদোদরায় ‘টাটা–এয়াবাস কারখানা’ চালু হয়েছে। এই কারখানায় এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) সি–২৯৫ সামরিক উড়োজাহাজ তৈরি হবে।
বিশ্লেষকের বলছেন, ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরো দৃঢ় করতে চাইছে। একইসঙ্গে স্পেন ভারতে তাদের বিনিয়োগ বাড়াতে চাইছে। এই প্রকল্পের মাধ্যমে দুই দেশের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ভদোদরায় প্যারেডের মধ্য দিয়ে স্যা়ঞ্চেজকে অভিবাদন জানানো হয়। তারপর তিনি ও মোদী টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২১ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ৫৬টি সি–২৯৫ সেনাবহনকারী উড়োজাহাজ কেনার জন্য ২৫০ কোটি ডলারের চুক্তিতে সই করেছে। ওই চুক্তির আওতায় এরই মধ্যে ১৬টি উড়োজাহাজ স্পেনে তৈরি করা হয়েছে এবং তা গতবছর ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন বাকি ৪০টি উড়োজাহাজের উৎপাদন হবে ভারতে।
উদ্বোধনের সময় স্যাঞ্চেজ বলেন, এয়ারবাস ও টাটার এই যৌথ প্রকল্পের ফলে ভারতের এয়ারোস্পেস শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে। অন্য ইউরোপীয় সংস্থাও এরপর বিনিয়োগে উৎসাহ দেখাবে। এই কারখানা ভারত-স্পেন সম্পর্ককে শক্তিশালী করবে তাই নয়, মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ওয়ার্ল্ড মিশনকেও গতি দেবে।
অন্যদিকে মোদি বলেন, সরকার মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড মিশন নিয়েছে। এই প্রকল্প তারই একটা উদাহরণ। ২০২২ সালে এই কারখানা তৈরি শুরু হয়। এখন তা উৎপাদনের জন্য প্রস্তুত। এই প্রকল্পের ফলে ভারত শীঘ্রই উড়োজাহাজ রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারবে। অসমরিক বিমান পরিবহন সংস্থার চাহিদাও মেটাতে পারবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে বলেছে, স্পেন হলো ভারতে বিনিয়োগের তালিকায় ১৬তম স্থানে থাকা রাষ্ট্র। ভারতে ২৮০টির বেশি স্পেনের কোম্পানি আছে। স্পেন সরকার ভারতে রেল, বিদ্যুৎ, ওষুধ, নির্মাণ শিল্পের ক্ষেত্রে আরও বিনিয়োগের সুযোগ চায়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন