ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

পাকিস্তানে ৭২ ঘন্টায় এক হাজার পিটিআই কর্মী-সমর্থক গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনায় তিন দিনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ এই তথ্য জানায়। খবর এনডিটিভির।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।

দেশটির মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দলের উচিত, অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী বলেন, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।