ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাগপাত শহরে এক ধর্মীয় অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) শহরের বারাউত এলাকার জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহাউৎসব’ চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উৎসব উপলক্ষে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এ দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। বিশৃঙ্খলার মধ্যে অনেককেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
বাগপাতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয় আর আহতদের হাসপাতালে নিয়ে যায়। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
বাগপাতা জেলার কর্মকর্তা অস্মিতা লাল বলেন, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে বার্ষিক লাড্ডু মহাউৎসব পালন করে আসছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন