পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দেবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
ছাড় ঘোষণা করা সুপার মার্কেটগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় লুলু হাইপার মার্কেট, যার আমিরাতজুড়ে ৬০০টি শাখা রয়েছে। তারা ৫,৫০০ পণ্যের ওপর ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া জায়ান্ট সুপার মার্কেট তাদের ৫ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস।
রমজান শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে। দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজির মার্কেটে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন পণ্য প্রবেশ করছে, আর আবুধাবিতে আসছে ৬ হাজার টন পণ্য। স্থানীয় বাজারে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
রমজানে ভোজ্য তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোলট্রি, শিম, রুটি ও ময়দার দাম যেন কোনো সুপার মার্কেট বাড়াতে না পারে, সেজন্য পুরো রমজান মাসজুড়ে ৪২০ বার বাজার মনিটরিং করা হবে।
প্রতি বছর রমজানে আমিরাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: খালিজ টাইমস
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন