মার্কিন টেক ধনকুবের ইলন মাস্ক পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কিকে ‘ছোটলোক’ বলে মন্তব্য করেছেন । ইউক্রেনে উপগ্রহভিত্তিক ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা স্টারলিংকের ব্যবহার নিয়ে বাদানুবাদের সময় এ মন্তব্য করেন মাস্ক ।
গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিরিজ পোস্টে এই বাদানুবাদ দেখা গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।
ইলন মাস্ক তার পোস্টে ইউক্রেনে উপগ্রহভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিলে এর প্রতিক্রিয়ায় সিকোরস্কি বলেন, স্টারলিংক বন্ধের যেকোনো হুমকির পর লোকে অন্য সরবরাহকারীর সন্ধান শুরু করবে।
এই বাদানুবাদের মধ্যে হঠাৎ করেই ঢুকে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইলন মাস্ক স্টারলিংক বন্ধ করে দেওয়ার কথা বলেননি। তিনি সিকোরস্কিকে ‘কৃতজ্ঞ’ থাকারও আহবান জানান।
তিনজনের এই লড়াই শেষ হয় ইলন মাস্কের পোস্টে। সেখানে তিনি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ‘ছোটলোক’ বলে অভিহিত করেন।
গত রবিবারের বাদানুবাদ শুরু হয় মাস্কের একটি পোস্টে, যেখানে স্টারলিংককে ‘ইউক্রেনের সেনাবাহিনীর মেরুদণ্ড’ অ্যাখ্যা দেন ইলন মাস্ক। তিনি বলেন, যদি এটি আমি বন্ধ করে দিই, তাহলে পুরো ফ্রন্টলাইন ভেঙে পড়বে।
এই পোস্টের প্রতিক্রিয়ায় সিকোরস্কি লেখেন, ইউক্রেনে এই সেবা ব্যবহারের খরচ পোল্যান্ড বহন করছে। ইউক্রেনে স্টারলিংকের জন্য পোলিশ ডিজিটাইজেশন মন্ত্রণালয় বছরে পাঁচ কোটি ডলার করে দিচ্ছে। যদি স্পেসএক্স অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়, তাহলে আমরা অন্য সরবরাহকারী খুঁজতে বাধ্য হব।
প্রঙ্গগত, ‘স্টারলিংকের ইন্টারনেট ব্যবস্থাপনা’ ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের একটি উদ্যোগ। এর সাহায্যে বিশ্বজুড়ে দুর্গম ও যুদ্ধক্ষেত্রের মতো বিপজ্জনক জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব।

 
                            -20250311064151.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন