দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ২:৩৫ মিনিটে নাইটক্লাবে একটি পপ কনসার্ট চলছিল বলে জানা যায়। কিছু তরুণ আতশবাজি ব্যবহার করছিলেন, যা থেকে ছাদে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নাইটক্লাবের ভেতরে বিশৃঙ্খলা দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত মানুষদের ছোটাছুটি করতে দেখা গেছে।
পরিবারের সদস্যরা হাসপাতাল ও শহর অফিসের সামনে জড়ো হয়ে নিখোঁজ ও আহতদের তথ্য জানতে চাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি নিশ্চিত করেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত নয়।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এর পরেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানা যায় আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এ ঘটনারতদন্ত চলছে, এবং কর্তৃপক্ষ নাইটক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।
এই মর্মান্তিক ঘটনায় নর্থ মেসিডোনিয়ার জনগণ শোকাহত। আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির সরকার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে নতুন নিরাপত্তা বিধি কার্যকর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন