দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে আজ (রবিবার) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর ।
এছাড়া মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ ১৪টি মুসলিম দেশে আগামীকাল (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তাদের ধারণা, ২০ লাখেরও বেশি মুসল্লি এই দুই মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই মুসলমানদের বৃহত্তম এই উৎসব পালিত হয়ে থাকে। তবে দেশ ভেদে এবং ঐতিহ্য অনুসারে এই উৎসব উদযাপনের তারিখ পরিবর্তিত হয়।
কুয়েত এবং বাহরাইনও আজ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। তবে প্রতিবেশী ওমান, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সোমবার ঈদ উদযাপন করবে।
যুক্তরাষ্ট্র এবং কানাডায়, পূর্ব-নির্ধারিত চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে অনেক মসজিদে রোববার ঈদের নামাজ পড়া হবে। অন্যরা চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিশ্চিতভাবে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন।
ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।
উল্লেখ্য, বিশ্বের ১৮০ কোটি মুসলিম ধর্মীয় উৎসব, রীতিনীতি, অনুশাসনের জন্য ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জী অনুসরণ করেন। এর ফলে মুসলিমদেশগুলোসহ পুরো বিশ্বে একই দিনে ঈদ পালন করা হয় না।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন