ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবশেষে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষের উপর ইসরায়েলির হামলা অব্যাহত রাখায় নিন্দা জানিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স গাজার ওপর ইসরায়েলিদের চলমান হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘জোরপূর্বক কোনো জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা যায় না, আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল– এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
এর আগে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ আরো বলেন, ‘গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু করার সঙ্গে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট এল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন।
সম্মেলন শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) ফরাসি নেতা গাজার কাছে মিশরের এল-আরিশ বন্দরে যাবেন অঞ্চলটির মানবিক দুর্দশার স্বচক্ষে দেখতে।
ফরাসি প্রেসিডেন্ট তার ৪৮ ঘণ্টার এই সফরে মিশরে আসার ঠিক পরেই কায়রোর একটি স্যুকে ম্যাক্রোঁ এবং এল-সিসি একটি নৈশভোজে অংশ নেন।
এদিকে শীর্ষ সম্মেলনের আগে সোমবার সকালে দুই নেতা আরও একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। এ সময়
গাজাযুদ্ধ অবসানে মিশর ও জর্ডানের গুরুত্বের ওপর জোর দিয়ে বৈঠক সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হবে’।
সূত্র: মেহের ও আরব নিউজ 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন