ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে: ম্যাক্রোঁ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০২:৪৬ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে বিরত রাখতে এখনই কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৩৪ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই আহ্বান জানান তিনি। 

সোমবার (১৪ এপ্রিল স্থানীয় সময়) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে প্রায় ১০০ জন মানুষ আহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ।

এই যুদ্ধ শুরু করেছে রাশিয়াই: ম্যাক্রোঁ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট লেখেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। এটা সবাই জানে। আজও রাশিয়াই আন্তর্জাতিক আইন, মানবজীবনের মূল্য এবং কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে এখন যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে। কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই যুদ্ধ থামবে না।”

তিন বছর পেরিয়ে যাচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে আজ অবধি চলমান এই যুদ্ধে ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রুশ বাহিনী ইতোমধ্যে ইউক্রেনের চারটি প্রদেশ- দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া- এর আংশিক এলাকা দখল করে নিয়েছে।  

এই দখলকৃত অঞ্চলগুলো মিলিয়ে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধরত দেশ দুটি তাদের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, দুই পক্ষের সম্মিলিত হতাহতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে।

সূত্র: এএফপি ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স