পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। তিনি এই বৈঠককে দেশের স্বার্থের পরিপন্থী হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে মমতা বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল?’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন। করেছেন করুন। তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই।’
মমতার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মমতার বক্তব্যকে যথার্থ বলে উল্লেখ করেছেন, তবে বিজেপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, ‘মমতার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
এদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তির ঘটনায় মমতা অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন। তিনি এই অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতার এই অভিযোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। তারা মনে করছেন, এই পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন