পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানোর পর ননডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে ডলারের বিপরীতে পতন ঘটেছে ভারতীয় রুপির। বুধবার (০৭ মে) পাকিস্তানের একাধিক স্থানে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এনডিএফে গত এক মাসে ভারতীয় রুপি অনশোর স্পট মার্কেটে ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ রেঞ্জে লেনদেন করেছে, যা মঙ্গলবারে ৮৪.৪৩২৫-এ নেমে এসেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম’ বলে আখ্যায়িত করেছে।
ভারত বলছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে আঘাত করেছে, যেগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে চিহ্নিত। গত মাসে ভারতের কাশ্মীর অংশে সংঘটিত একটি প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছে।
এদিকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর পাশাপাশি কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারত যদি আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।