বিল গেটস ঘোষণা দিয়েছেন, তার ফাউন্ডেশন ২০৪৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং এর আগেই প্রায় ২০০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে পোলিও নির্মূল, ম্যালেরিয়া প্রতিরোধ, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য মোকাবেলার মতো কার্যক্রমে।
তিনি মার্কিন সহায়তা বাজেটে বড় কাটছাঁটের জন্য ইলন মাস্কের নেতৃত্বাধীন দপ্তরকে দায়ী করে বলেন, এর ফলে বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের মৃত্যু ঝুঁকি বেড়েছে। তার ভাষায়, ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যখন সবচেয়ে দরিদ্র শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেন, সেটি খুবই দুঃখজনক।’
মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিদেশি সহায়তা বাজেট কমিয়ে দেওয়ায় গেটস সতর্ক করেন, এতে কোটি কোটি মানুষ বিপদের মুখে পড়বে। তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা আবার বাড়বে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কেবল সম্পদের অভাবে।’
গেটস জানান, তার সম্পদের ৯৯ শতাংশই দান করা হবে এবং ফাউন্ডেশনটি ২০৪৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, যা পূর্ব ঘোষিত সময়ের আগেই।