ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ২৭

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:২৭ এএম
আবারও গাজায় ইসরায়েলের হামলা, মৃতের সংখ্যা বেড়েই চলছে। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। 

এ হামলা শুরু হয় বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় এবং চলে শুক্রবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন। তাই মৃত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৬০০ জন নিহত এবং ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের অর্ধের বেশি নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায়। তারা ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই ইসরায়েল গাজায় অভিযান শুরু করে।

প্রথম দফার যুদ্ধবিরতি আসে ২০২৪ সালের জানুয়ারিতে, আন্তর্জাতিক চাপে। তবে দুই মাস না যেতেই আবার হামলা শুরু হয়। নতুন অভিযানে গত দুই মাসে নিহত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন, আহত হয়েছেন আরও ৭ হাজারের বেশি।

হামাস যাদের জিম্মি করেছিল, তাদের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হবে।

জাতিসংঘসহ অনেক দেশ গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না।