ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

যুদ্ধের মাঝেই পাকিস্তানকে আইএমএফের ঋণ, ক্ষুব্ধ ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:১৩ এএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো। ছবি: সংগৃহীত

যুদ্ধের উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে এই অর্থ ছাড় করা হয়েছে।

শুক্রবার (৯ মে স্থানীয় সময়) এই কর্মসূচির প্রথম পর্যায় অনুমোদনের পর নগদ অর্থ ছাড় দেয় আইএমএফ। সঙ্গে আরও ১৪০ কোটি ডলারের নতুন ঋণ অনুমোদন করা হয়েছে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে, যদিও সেখান থেকে এখনো কোনো অর্থ ছাড় হয়নি।

এদিকে পাকিস্তানকে অর্থ সহায়তা দেওয়ায় আইএমএফের ওপর তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের দাবি, এই অর্থ সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

আইএমএফের বোর্ড সভায় ভারত স্পষ্টভাবে এই আশঙ্কা তুলে ধরেছে। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের চেষ্টায় কোনো কাজ হয়নি, আইএমএফ তাদের কর্মসূচি চালিয়ে যাবে।’

পাকিস্তান-ভারতের মধ্যে বর্তমানে বড় ধরনের সংঘাত চলছে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত খারাপ হয়। ভারত হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে, কিন্তু পাকিস্তান তা অস্বীকার করেছে।

এরপর থেকে দু’দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এসব উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে বড় অঙ্কের ঋণ দিয়েছে আইএমএফ, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছে।