শনিবার, ১৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১০:৪১ পিএম

পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার দাবি জেলেনস্কির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১০:৪১ পিএম

পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার দাবি জেলেনস্কির

ভ্লাদিমির জেলেনস্কি । ছবি : সংগৃহীত

বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)  শুক্রবার জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি তুরস্কে চলমান শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে বলেন, ‘এ যুদ্ধ থামাতে আমাদের সামনে একটি বাস্তব সুযোগ ছিল—যদি না পুতিন তুরস্কে আসতে ভয় পেতেন।’

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘যদি রাশিয়ার প্রতিনিধিদল কেবল নাটক করতে থাকে এবং কোনো বাস্তব সিদ্ধান্তে আসতে না পারে, তবে কঠোর ব্যবস্থা নিতে হবে—বিশেষ করে রাশিয়ার জ্বালানি খাত ও ব্যাংক ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।’ পূর্বের এক বক্তব্যে রাশিয়া প্রেরিত প্রতিনিধিদল কে ‘যাত্রাপালার দল’ বলে আখ্যায়িতও করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। তুরস্কের ইস্তান্বুলে হচ্ছে এ আলোচনা। তবে এতে জেলেনস্কি ও পুতিন অংশ নিচ্ছেন না, ফলে বড় ধরনের অগ্রগতির আশা খুবই কম। মার্কিন প্রেসিডেন্ট বিমান এয়ার ফোর্স ওয়ান এ ট্রাম্প বলেন, ‘পুতিনের সাথে আমার দেখা না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকটের সমাধান সম্ভব না।’

জেলেনস্কি বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য, সেটা আঙ্কারা হোক বা ইস্তান্বুলে। শুধু সাক্ষাৎ নয়, গুরুত্বপূর্ণ সব বিষয়ে সমাধানের জন্যও আমরা প্রস্তুত। কিন্তু তিনি আমার কোনো প্রস্তাবেই সম্মত হননি।’ 

তিনি জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো একটি পূর্ণাঙ্গ, নিঃশর্ত ও সৎ যুদ্ধবিরতি, যা অবিলম্বে কার্যকর করতে হবে, যেন মানুষ মারা যাওয়া বন্ধ হয়।’ ইউরোপীয় নেতারাও এজন্য একত্রিত হয়ে পুতিনকে আহ্বান করছে।

তিনি আরও বলেন, ‘আর যদি রাশিয়ার প্রতিনিধি দল একমত না হয়, তাহলে এটা একেবারে স্পষ্ট হবে যে পুতিন কূটনীতিকে ধ্বংস করতে চাচ্ছেন।’

Link copied!