আঞ্চলিক উত্তেজনার মধ্যে দুটি নতুন শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে উন্মোচন করা ‘গাজাপ’ ও ‘হায়ালেত’ নামের এই বোমাগুলোর প্রতিটির ওজন ৯৭০ কেজি। সংবাদমাধ্যম ফাস্টপোস্ট শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ‘গাজাপ’ বোমাটি প্রচলিত এমকে-সিরিজ বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। অন্যদিকে, ‘হায়ালেত’ বোমাটিকে একটি বাংকার-বাস্টার হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সি-৫০ গ্রেড কংক্রিটের সাত মিটার গভীরে প্রবেশ করতে সক্ষম।
পরীক্ষামূলক ভিডিওতে এই বোমাগুলোর বিস্ফোরণ ও ধ্বংসাত্মক প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।
এ ছাড়াও, সম্প্রতি তুরস্ক তাদের প্রথম দেশীয়ভাবে তৈরি করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক-৪ প্রকাশ করেছে, যার পাল্লা ৮০০ কিলোমিটার।
এই ঘোষণাগুলো এমন এক সময়ে এলো যখন তুরস্ক সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান চুক্তিও রয়েছে।
আপনার মতামত লিখুন :